আরিফ ভাই বনাম নিহান ভাই – গ্রুপে যুদ্ধ, ইনবক্সে আদান-প্রদান!

আরিফ ভাই বনাম নিহান ভাই – মেসেঞ্জার গ্রুপের অলিখিত যুদ্ধ!

আমাদের মাফিয়া সাইলেন্ট কিলার মেসেঞ্জার গ্রুপে সব রকমের ক্যারেক্টার আছে — কিন্তু দুইজনকে ছাড়া যেন গ্রুপ চলেই না। এই দুইজন হলেন – আরিফ ভাই ওরফে “হ্যান্ডেল আরিফ” এবং নিহান ভাই ওরফে “বউয়ের ভয়ে বসে থাকা নেতা”! 🤭

🎭 গ্রুপে যা দেখা যায়

গ্রুপে দিনে না হলেও রাতে অন্তত ৫বার ঝগড়া লাগে এই দুইজনের। নিহান ভাই কিছু বললেই আরিফ ভাই পাল্টা দেয় – “তুই আগে হ্যান্ডেল বন্ধ কর!” আর নিহান ভাই বলে – “ভাই মালয়েশিয়া গিয়া শুধু হ্যান্ডেলই শিখছো মনে হয়!” 😂

📩 ইনবক্সে যা চলে

গ্রুপে দুইজন যতই যুদ্ধ করুক, ইনবক্সে দুইজন একদম “হাত ধরা বন্ধু”! – “ভাই এই থিমটা কেমন?” – “ভাই এই লিংকটা দেখা যায় নাকি?” – “তোর ওই সাইটের কাজটা কে করছে?” সব ইনবক্সেই শেয়ার করে!

মজার বিষয়? গ্রুপে একে অন্যের নামে পোস্ট করে — ইনবক্সে আবার একে অন্যকে পোস্টের স্ক্রিনশট পাঠায় 🤣

🤐 বাইরের চোখে

যদি কেউ নতুন কেউ এই গ্রুপে আসে, প্রথমে ভাবে — এই দুইজন হয়তো একে অন্যকে পছন্দই করে না! কিন্তু পরে জানতে পারে, ইনবক্সে এদের মাঝে প্রতিদিনই চলে “সিক্রেট মেসেজ + লিংক ট্রান্সফার” প্রোগ্রাম।

🫢 ইনবক্সের কিছু কথোপকথন (লিকড!)

  • নিহান: “ভাই এই ফেসবুক রিলটা দেখে বলো কেমন?”
  • আরিফ: “তুই আগে বউয়ের কাছ থেইকা রিলিজ নে, তারপর বলতেছি!”
  • নিহান: “তোরে তো থিম দিছি, ওইটা দিয়া কি করলি?”
  • আরিফ: “হ্যান্ডেল করতেছিলাম ভাই!” 😆

📢 গ্রুপের প্রতিদিনের দৃশ্যপট

  • নিহান ভাই বউয়ের চাপে সকাল ৮টায় Good Morning দিয়ে শুরু করে।
  • আরিফ ভাই রাতে হ্যান্ডেল হাতে Good Night দিয়ে শেষ করে।
  • দুজনের মাঝখানে – ১৫টা রিএকশন, ৫টা লিংক শেয়ার, ৩টা ঝগড়া, ২টা GIF মারে আর ১টা “ভাই তুই সিরিয়াসলি ভাবিস?” টাইপ স্ট্যাটাস থাকে!

📜 সবাই বলে…

“এদের ইনবক্স আর গ্রুপ – দুইটা যেন দুইটা আলাদা মহাবিশ্ব!” এজন্যই তো এই গ্রুপকে বলে — “মাফিয়া সাইলেন্ট কিলার – বাট ইনবক্স এক্টিভ চ্যাটার” 🔥

❤️ শেষ কথাঃ

আরিফ ভাই বনাম নিহান ভাই এই গ্রুপ ছাড়লে যেন বগুড়ার সিগন্যাল বন্ধ হয়ে যাবে, এতটাই মজার এবং আসল দুইজন প্লেয়ার। যুদ্ধও আছে, ভাইরাল মেমরিও আছে — আর ইনবক্সে লিংক শেয়ার তো ইনফিনিটি!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top